ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পিরোজপুরে গনহত্যা দিবস পালিত

পিরোজপুরে গনহত্যা দিবস পালিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক গণহত্যা দিবস। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সবাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।.

সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানম, এনএসআই কর্মকর্তা আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা গৌতম রায চৌধুরি, সমীর কুমার দাস বাচ্চু, এমএ রব্বানী ফিরোজ, কামাল উদ্দিন আহম্মেদ, ডা. ফরিদা ইয়াসমিন, জিয়াউল আহসান গাজী, রেজাউল করিম সিকদার, ইকবাল কবীর, মাকসুদুল ইসলাম লিটন ও গোপাল বসু।

আলোচনা সভায় বক্তারা ৭১’র গণহত্যাকে জাতিসংঘ থেকে আন্তর্জাতিক স্বীকৃতি লাভের জন্য সরকারের প্রতি আহবান জানান।

পিরোজপুর,জেলা প্রশাসন,গণহত্যা দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত